ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে গেছেন নানা বয়সী মানুষ। ঢাকা ছাড়াও আশপাশের এলাকার বাসিন্দারাও এসেছেন। তাঁরা ঘুরে ঘুরে পশু–পাখি দেখেছেন, ছবি তুলেছেন, প্রিয়জনের সঙ্গে আনন্দে সময় কাটিয়েছেন। চিড়িয়াখানায় ঈদ আনন্দ নিয়ে এই ছবির গল্প।
শুভ্র কান্তি দাশ
বাবার হাত ধরে চিড়িয়াখানায় ঘুরতে এসেছে শিশুটি।
বিজ্ঞাপন
পশু-পাখিকে খাবার দিতে নিষেধ করলেও অনেক দর্শনার্থীই তা মানেন না।
বিজ্ঞাপন
খাঁচার সীমানার মধ্যে প্রবেশে বিধিনিষেধ থাকলেও অনেকেই তা মানছেন না। পাখির খাঁচার সামনে দর্শনার্থীরা। জিরাফ দেখতে উঁচু মাচায় উঠেছেন অনেকেই। পেখম মেলে আছে একটি ময়ূর। পড়ন্ত বিকেলে দলে দলে দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করছেন।জিরাফ দেখতে ভিড় লেগেই আছে।হরিণের খাঁচার সামনে ভিড়।ময়ূরের পেখম মেলার ছবি তুলছেন দর্শনার্থীরা।