রাজশাহীতে গোপালভোগ আম পাড়া শুরু

রাজশাহী জেলা প্রশাসনের দেওয়া তারিখ অনুযায়ী গতকাল সোমবার থেকে বাগানে বাগানে শুরু হয়েছে গোপালভোগ আম পাড়া। পবা উপজেলার বালিয়া ও মধুপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।

আম পাড়তে বাগানে যাচ্ছেন শ্রমিক।
আম পাড়তে বাগানে যাচ্ছেন শ্রমিক।
আম পাড়তে গাছে উঠেছেন এক শ্রমিক।
আম পাড়ছেন এক শ্রমিক।
আম পেড়ে জালে রাখা হচ্ছে।
আমভর্তি জালের ঝুড়ি গাছ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
আম পেড়ে ক্যারেটে রাখা হচ্ছে।
আম গোছানো হচ্ছে ।
বাগানের আম পাড়া হয়েছে। নিয়ে যাচ্ছেন এক প্রতিবেশী।
গাছ থেকে পাড়া আম একসঙ্গে রাখা হয়েছে। পাইকারিভাবে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে ।
বিক্রির জন্য আম পাঠানো হবে। তাই ভরা হচ্ছে ক্যারেটে।