দেশজুড়ে কোটাবিরোধীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে আজ রোববার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাঁদের সড়ক অবরোধের চিত্র নিয়ে এই ছবির গল্প।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন। শাহবাগ এলাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ
আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করেন
গান, কবিতা ও নাটক পরিবেশনার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের জিরো পয়েন্ট এলাকায় সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোর্টবাড়ি মোড় এলাকা অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিডিএ অ্যাভিনিউ সড়ক অবরোধ করেন