১২ অক্টোবর থেকে আবারও সাগরে মাছ ধরা বন্ধ হবে। তাই এ বছরের শেষ ইলিশ বাজারে বিক্রির ধুম পড়েছে। তবে গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের ফিশারীঘাটে।
স্তূপ থেকে মাছ বাছাই করা হচ্ছে। আকারভেদে টুকরিতে রাখা হয়েছে মাছ। টুকরিতে দেওয়া হচ্ছে বরফ। লোহার দণ্ড দিয়ে বরফ ভাঙা হচ্ছে। মাছের ওজন মাপা হচ্ছে। বক্সে ঢোকানো হচ্ছে মাছ। মাছের ওপর বরফ দেওয়া হচ্ছে। চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পাঠানোর জন্য প্যাকেট করা হচ্ছে। বিক্রির জন্য টুকরিতে সাজিয়ে রাখা হয়েছে মাছ। মাছ কেনার জন্য ভিড় করেছেন মানুষ। আড়তদার হিসাব লিখছেন। ট্রাকে তোলা হচ্ছে মাছ। ট্রাকে করে চট্টগ্রামের বাইরে পাঠানো হয় ইলিশ মাছ।