জমজমাট কাঁঠালের বাজার

জ্যৈষ্ঠ মাসের জনপ্রিয় ফলের একটি কাঁঠাল। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কাঁঠালের ফলন হয় সবচেয়ে বেশি। মে মাসের শেষের দিক থেকে কাঁঠাল পাড়া শুরু হলেও জুন-জুলাইয়ে সবচেয়ে বেশি কাঁঠাল পাকে। তাই এ সময়ে বাগানমালিকদের কাছ থেকে কাঁঠাল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান পাইকারি বিক্রেতারা। চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় প্রতিদিন বসে পাহাড়ি কাঁঠালের পাইকারি হাট। সকাল থেকে স্তূপ করে সাজিয়ে রাখা হয় বিভিন্ন আকারের কাঁঠাল। আকারভেদে প্রতিটি কাঁঠাল ৩০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। রোববার দুপুরে তোলা ছবি দিয়ে সাজানো হয়েছে এই ছবিঘর।

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে কাঁঠাল
কাঁঠাল ভালোভাবে খতিয়ে দেখছেন একজন খুচরা বিক্রেতা
মাথায় করে কাঁঠাল নিয়ে যাচ্ছেন একজন শ্রমিক
বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে কাঁঠাল
বিক্রির জন্য ভ্যানে করে কাঁঠাল নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা
চলছে কাঁঠাল বিক্রির লেনদেন
কাঁঠাল বিক্রির জন্য বসে আছেন একজন পাইকারি বিক্রেতা
সিএনজিতে তোলা হচ্ছে কাঁঠাল
দুই হাতে দুটি কাঁঠাল দেখাচ্ছেন একজন বিক্রেতা
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন একজন শ্রমিক
ফেলে দেওয়া পচা কাঁঠাল থেকে বিচি সংগ্রহ করছেন এক নারী