পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর তৈরি হয়েছে রেলসেতুনিমতলা স্টেশনে রেললাইনে পাথর বসানোর কাজ করছেন শ্রমিকেরামুন্সিগঞ্জের নিমতলা রেলস্টেশনের পদচারী–সেতুরেলস্টেশনের জন্য নির্মিত ভবনশ্রীনগর স্টেশনের পদচারী–সেতুর কাজ করছেন শ্রমিকেরামুন্সিগঞ্জের শ্রীনগর স্টেশনের অবকাঠামো শ্রীনগর-মাওয়া রেলপথমাওয়া রেলস্টেশনের নামফলকের কাজ করছেন শ্রমিকেরামাওয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সম্পূর্ণ প্রস্তুতএক্সপ্রেসওয়ের পাশেই পদ্মা সেতু রেলপথপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে এর মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে