উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ হাটের নাম ধাপ সুলতানগঞ্জ। বগুড়ার দুপচাঁচিয়া এলাকার হাটটি ধাপের হাট নামেও পরিচিত। এই হাটে ঘরবাড়ি তৈরির বিভিন্ন উপকরণ, গৃহস্থালিসামগ্রীসহ বিভিন্ন ধরনের লোহার তৈরি পণ্য বিক্রি করা হয়। প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার এই হাট বসে। এই হাটের নানা পণ্য নিয়ে আজকের ছবির গল্প।
হাটে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে কোদাল। বীজতলা তৈরি, মাটি কাটা বা খাল খননসহ নানা কাজে ব্যবহৃত হয় এই কোদাল। প্রতিটি কোদাল বিক্রি হয় ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।লোহার তৈরি বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।ঘরবাড়ির দরজা–জানালা তৈরিতে ব্যবহার করা ক্লাম, কবজা, হ্যাজবল, লকসহ লোহার তৈরি বিভিন্ন পণ্য।গৃহস্থালি কাজে নিত্য ব্যবহৃত লোহার তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করছেন তিন প্রজন্মের তিন ব্যক্তি।বিভিন্ন ধরনের দা ও বঁটি নিয়ে হাটে ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা। লোহার এসব পণ্য বিক্রি হয় কেজিতে। প্রতি কেজি দা ও বঁটি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকায়।ঘরবাড়ি ও শস্যখেতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষায় ব্যবহার করা হয় এসব ফাঁদ।বিক্রির জন্য দা, বঁটি, কাঁচিসহ লোহার তৈরি বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়েছে।হাটে লোহার তৈরি পণ্য কিনতে এসেছেন ক্রেতারা।