সিলেট অঞ্চলে পাওয়া যায় বিশেষ জাতের শিম ‘গোয়ালগাদ্দা’। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ও দক্ষিণ সুরমা উপজেলার ঝাপা ও রাখালগঞ্জে এই শিম বেশি জন্মায়। একেকটি শিম ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আকারে বড়সড় ও সুস্বাদু হওয়ায় দেশের ভেতর ব্যাপক চাহিদা এই শিমের। ইউরোপের বাজারে রপ্তানিও হয়। ছবিগুলো সম্প্রতি তোলা-