সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশনে যাওয়ার কথা ছিল মঙ্গলবার বেলা তিনটায়। সেখানে আগে থেকেই অবস্থান নেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। স্টেশনে যেতে না পেরে আন্দোলনকারীরা মুরাদপুর এলাকায় জড়ো হন। সেখানেও ছাত্রলীগের নেতা–কর্মীরা উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দিনভর নগরের বিভিন্ন স্থানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। নগরের মুরাদপুর, ২ নম্বর গেট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ ও জুয়েল শীল।