প্রথম আলোর রজতজয়ন্তীতে সুধী সমাবেশ

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজন করা হয় সুধী সমাবেশের। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, শিল্পী, প্রথম আলোর অংশীজন ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানজুড়ে চলে মুক্ত আড্ডা, আলোচনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায় রজতজয়ন্তীর সুধী সমাবেশের অনুষ্ঠান—

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়েছিলেন সমাজের নানা শ্রেণি–পেশার বিশিষ্টজনেরা। গতকাল রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে
ছবি: তানভীর আহাম্মেদ
সুধী সমাবেশ শুরুর আগে চা–চক্রে অতিথিরা
সমাবেশের একাংশে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সামনের সারিতে (বাঁ থেকে) জুনায়েদ সাকি, নসরুল হামিদ, রাশেদ খান মেনন ও মাহবুব উল আলম হানিফ
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আতিয়া আনিসা, সুলতানা লিজা, অবন্তি সিঁথি, মাহাতিম সাকিব, তানজিব সারওয়ার ও অয়ন চাকলাদার
অনুষ্ঠানে (বাঁ থেকে) জয়া আহসান, সারা যাকের, মিথিলা, সুচন্দা, চম্পা, বাঁধন, আফসানা মিমি
মানাম আহমেদের সংগীত পরিচালনায় রাগ দেশ ও মালহারের ফিউশন পরিবেশন করেন শিল্পীরা
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকেরা