সারা দেশের বিভিন্ন শহরে যান চলাচলে শৃঙ্খলা আনতে আজ বৃহস্পতিবারও রাস্তায় ছিলেন শিক্ষার্থীরা। দলে দলে ভাগ হয়ে সড়কের আবর্জনা থেকে শুরু করে পুড়ে যাওয়া ভবন পরিষ্কার-পরিচ্ছন্নতায় কাজ করেছেন তাঁরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিচ্ছেন সাধারণ মানুষও।
ছবি:
যানবাহন নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে সড়কে কাজ করছেন বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর
বিজ্ঞাপন
সিলেটের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট
বিজ্ঞাপন
কুমিল্লা জিলা স্কুলের সীমানাপ্রাচীরের দেয়ালগুলোয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নানা ধরনের প্রতিবাদী কথা লেখা হয়। এখন শিক্ষার্থীরা মিলে দেয়ালগুলো পরিষ্কার করছেন। সেখানে আলপনা আঁকা হবেখুলনায় ভাঙচুর হওয়া ও আগুনে পোড়া ভবন ও সড়ক পরিষ্কারের কাজ করছেন শিক্ষার্থীরা। আগুনে পোড়া প্রেসক্লাব পরিষ্কার করছেন তাঁরা। খুলনা প্রেসক্লাবজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকার জঙ্গল পরিষ্কার করছেন শিক্ষার্থীরাসড়কে শৃঙ্খলা আনতে কাজ করছেন শিক্ষার্থীরা। শাহবাগ, ঢাকাদেয়াললিখন মুছে দিচ্ছেন কয়েকজন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা