ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

বাসে ওঠা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে আজ বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুরে দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সিটি কলেজে হামলা চালান।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সিটি কলেজে হামলা চালান।
সিটি কলেজের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় পিছু হটছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ইটপাটকেল ছুড়ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় পিছু হটছেন সিটি কলেজের শিক্ষার্থীরা।
সিটি কলেজের ফটকে ভাঙচুর চালান ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
সাউন্ড গ্রেনেড ছুড়ছেন পুলিশের এক সদস্য।
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।