যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য অলিম্পিয়াড। আজ শুক্রবার আঞ্চলিক পর্বে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও দিনাজপুরে এই আয়োজনে সকাল থেকে শিক্ষার্থীরা বিপুল আগ্রহ নিয়ে অংশ নেয়। প্রশ্নোত্তরপর্ব, নৃত্যসহ নানা আয়োজন ছিল স্বাস্থ্য অলিম্পিয়াডে।
শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে স্বাস্থ্য অলিম্পিয়াড উদ্বোধন করেন অতিথিরা। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, জয়পুরহাটস্বাস্থ্য অলিম্পিয়াড উপলক্ষে তৈরি করা দেয়ালিকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জচলছে স্বাস্থ্য অলিম্পিয়াডের পরীক্ষা। নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জস্বাস্থ্য অলিম্পিয়াডের এক আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, জয়পুরহাটপ্রশ্ন করছে এক শিক্ষার্থী। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, জয়পুরহাটনাচ-গান পরিবেশন করে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জস্বাস্থ্য অলিম্পিয়াডে সনদ হাতে বিজয়ী শিক্ষার্থীরা। নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তন, চাঁপাইনবাবগঞ্জস্বাস্থ্য অলিম্পিয়াড নাটোর আঞ্চলিক পর্বে বিজয়ীরা। নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ, নাটোরস্বাস্থ্য অলিম্পিয়াডে দিনাজপুর আঞ্চলিক পর্বে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনেজয়পুরহাট আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডে অতিথিদের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরা। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, জয়পুরহাট