জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত খাদিমনগর জাতীয় উদ্যান। এটি সিলেট সদরের খাদিমনগর এলাকায় অবস্থিত। উদ্যানে ভ্রমণকারীদের জন্য রয়েছে তাঁবুবাস ও ক্যাম্পিংয়ের বিশেষ সুবিধা। সিলেট শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে চা-বাগান ও টিলাবেষ্টিত উদ্যানটি বন বিভাগের অধীন সিলেট উত্তর রেঞ্জ-১ এবং খাদিমনগর বন বিটের আওতাভুক্ত। খাদিমনগর উদ্যান থেকে সম্প্রতি তোলা কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।