বর্ষা ঋতু শেষ হয়ে গেলেও এখনো বৃষ্টি হচ্ছে। তাই বৃক্ষপ্রেমীরা অনেকেই এ সময়টাকে গাছ লাগানোর জন্য উপযুক্ত মনে করছেন। তবে এখন সারা বছরই অনেকেই বাসাবাড়িতে গাছ লাগান। এ জন্য দরকার পড়ে টবের। আর এই মাটির টব বিক্রি করে রংপুর সদরের দক্ষিণ মমিনপুর এলাকার শতাধিক পরিবারে সচ্ছলতা এসেছে। প্রতিটি টব ৩ থেকে ৪ টাকায় বিক্রি করা হয়। মাটির টব তৈরি ও বাজারজাতকরণের ছবিগুলো গত বৃহস্পতিবার তোলা।