জাপানে বন্যায় চরম দুর্দশা

জাপানের ইশিকাওয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। বলা হচ্ছে এমন বৃষ্টিপাত আগে দেখেননি এ অঞ্চলের বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা ও সুজু শহর। পানির প্রবল তোড়ে গাছপালা উপড়ে গেছে। জলমগ্ন ঘরবাড়ি। চরম দুর্দশার মধ্যে রয়েছে লোকজন। ইশিকাওয়ায় সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে সরকারের আবহাওয়া দপ্তর। গত শনি ও রোববার বন্যার দুর্দশার চিত্র নিয়ে এই ছবির গল্প।

ভারী বৃষ্টিতে বেড়েছে কোমাতা নদীর পানি
ভূমিধসে ভেসে আসা গাছপালা আটকে আছে ওজিমা শহরের একটি সেতুর নিচে
বন্যার পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা শহরের বাড়িঘর
বন্যার পানিতে ওয়াজিমা শহরে একটি সেতুর সংযোগ সড়ক ভেঙে পড়েছে
ধ্বংসাবশেষের মধ্যে চলছে উদ্ধার তৎপরতা
জলমগ্ন হয়ে আছে অস্থায়ী বাড়িঘরের সামনের অংশ
প্রবল বৃষ্টিতে সুজু শহরে একটি সড়ক ভেঙেছে। তাতে আটকা পড়েছে গাড়ি
বন্যার পানিতে ভেসে আসা গাছপালা জমেছে ওয়াজিমা শহরের বাড়িঘরের সামনে
ধ্বংসাবশেষ ও সড়কের কাদা পরিষ্কারের কাজ চলছে
ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজ সন্তানকে খুঁজছেন এক বাবা (মাঝে)