জাপানের ইশিকাওয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। বলা হচ্ছে এমন বৃষ্টিপাত আগে দেখেননি এ অঞ্চলের বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা ও সুজু শহর। পানির প্রবল তোড়ে গাছপালা উপড়ে গেছে। জলমগ্ন ঘরবাড়ি। চরম দুর্দশার মধ্যে রয়েছে লোকজন। ইশিকাওয়ায় সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে সরকারের আবহাওয়া দপ্তর। গত শনি ও রোববার বন্যার দুর্দশার চিত্র নিয়ে এই ছবির গল্প।