সারা দেশে শোকের দিন

আজ ১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। আজ ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু বাসভবনের সামনে সকাল থেকে ফুলের শুভেচ্ছা জানান কূটনৈতিক, নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া জেলায় জেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কোথাও কোথাও পালিত হয় শোক র‍্যালি

বঙ্গবন্ধুর বাসভবনের সামনে ফুলে ফুলে ঢেকে গেছে তাঁর প্রতিকৃতি। ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা
 ছবি: তানভীর আহাম্মেদ
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিতে আসে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, খুলনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছে এক শিশু। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, সিলেট
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরে জিলা স্কুল মোড়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্তরের মানুষের ভিড়। ১৫ আগস্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কাউন্সিল ও কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ২ নম্বর রেলগেট এলাকায়, নারায়ণগঞ্জ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধু কমপ্লেক্স গোয়ালচামট, ফরিদপুর
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সার্কিট হাউস চত্বর, পঞ্চগড়
পটুয়াখালীতে জাতীয় শোক দিবসে জেলা মহিলা লীগের উদ্যোগে র‌্যালি। পটুয়াখালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন নারী-পুরুষেরা। নগর শিশু উদ্যান, কুমিল্লা
হুইলচেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আয়াত উল্লাহ। বরিশাল
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল। জেলা প্রশাসক কার্যালয় চত্বর, বগুড়া
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সদস্যরা। গোয়ালন্দ, রাজবাড়ী
ফুলে ফুলে ছেয়ে গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম