আজ ১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। আজ ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু বাসভবনের সামনে সকাল থেকে ফুলের শুভেচ্ছা জানান কূটনৈতিক, নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া জেলায় জেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কোথাও কোথাও পালিত হয় শোক র্যালি