সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ নামে একটি কর্মসূচি পরিচালনা করছে প্রথম আলোর পাঠকদের সংগঠন প্রথম আলো বন্ধুসভা। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব উপহার পেয়ে আনন্দ প্রকাশ করছে স্বল্প আয়ের পরিবারের শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ।