চা-বাগান মানেই সবুজের সমারোহ। ঋতুর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে চা-বাগান। সিলেট অঞ্চলে শরতে সবুজ গালিচায় মোড়ানো চা-বাগানগুলো মুগ্ধতা ছড়াচ্ছে। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা আর চা-বাগানে কেবল সবুজের হাতছানি। এই সময়ে উঁচু-নিচু টিলায় সারি সারি চা–বাগান, আঁকাবাঁকা পথ আর ঘন সবুজের বুনো সৌন্দর্য ভরা সিলেটের লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা ছবি।
নীল আকাশে সাদা মেঘের ভেলা আর সবুজ চা-পাতা গাইছে শরতের গানশরতে চা-বাগানে গেলে টিলার ওপর থেকে এমন সৌন্দর্য উপভোগ করা যায় শরতের নীল আকাশের নিচে সবুজের সমারোহপ্রখর রোদে চা-বাগানের সবুজ কচি চা-পাতা চিকচিক করছে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর টিলার পর টিলা জুড়ে সবুজ-শ্যামল চা-বাগানচা-পাতার ওপরে ডানা মেলে বসেছে ফড়িং চা-বাগানের ভেতর দিয়ে এমন আঁকাবাঁকা পথে হাঁটতে হাঁটতে উপভোগ করা যায় সবুজের সৌন্দর্য চা-বাগানের পাশ দিয়ে চলে গেছে পিচঢালা পথ যেন মাথা উঁচু করে নীল আকাশ ছুঁতে চাইছে চা-বাগানের ছায়াবৃক্ষগুলো