মাটির রিং

গ্রামে গ্রামে এখনো ব্যবহৃত হয় মাটির তৈরি জিনিসপত্র। সেই প্রাচীনকাল থেকেই শৌচাগারের রিং তৈরি হয় পোড়ামাটি দিয়ে। খুলনার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের কয়েকটি মৃৎশিল্প পরিবার এখনো মাটির রিং তৈরি করে। পোড়ামাটির শৌচাগারের রিং তৈরির ছবি নিয়ে এই ছবির গল্প।

বেলে, এঁটেল ও দোআঁশ মাটির মিশ্রণ এভাবে নরম করা হচ্ছে
বেলে, এঁটেল ও দোআঁশ মাটির মিশ্রণ এভাবে নরম করা হচ্ছে
নরম মাটি দিয়ে রোল বানানো হয়
সেই মাটির রোল পা দিয়ে চ্যাপটা করা হয়
ছাঁচের বাইরের দিকে চ্যাপটা মাটি লেপ্টে দেওয়া হচ্ছে
এরপর ছাঁচটিকে তুলে ফেলা হয়
নরম মাটির রিংটি একটু শক্ত হতে হতে বেঁকে গেলে সোজা করা হয়
যত্ন নিয়ে বানানো হয় প্রতিটি রিং
উঠানজুড়ে শুকানো হচ্ছে মাটির রিং
লাল মাটি দিয়ে রং করে রিং আবার রোদে শুকাতে হয়
এভাবে চুলা বানিয়ে রিং শুকানো হয়