নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা। বুধবার সকাল থেকে মন্দিরে এসে প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পপূজা ও আহারপূজা করেন ভক্তরা। এরপর সন্ধ্যা থেকে ফানুস উড়িয়ে উদ্যাপন করা হয় দিনটি। বুধবার চট্টগ্রাম নগরের বৌদ্ধমন্দির এলাকা থেকে ছবি তুলেছেন সৌরভ দাশ।