চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি

বছর ঘুরে আবার আসছে বৈশাখ। ১৪৩১ বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার জন্য নানা উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থী ও শিল্পীরা।

শোভাযাত্রার জন্য প্রতিকৃতি তৈরিতে চলছে ব্যস্ততা।
শোভাযাত্রার জন্য প্রতিকৃতি তৈরিতে চলছে ব্যস্ততা।
তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে চারুকলার দেয়াল।
মুখোশে রং করছেন এক শিক্ষার্থী।
মিলেমিশে চলছে রংতুলির কাজ।
নানা রঙে রাঙানো মুখোশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়াল সাজাতে কাজ করছেন এক শিল্পী।
মুখোশে রং করতে ব্যস্ত আরেক শিক্ষার্থী।
চারুকলা অনুষদে এ সময় যেন কারও দম ফেলার ফুসরত নেই।
শোভাযাত্রার খরচ জোগাতে বিক্রি হয় এসব মুখোশ।
নানা রঙে রাঙানো মুখোশ।