মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে সারা দেশে নানা আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।