ঈদের অন্যতম আকর্ষণ মেলা। খুলনার মুজগুন্নী মেলায় বিভিন্ন জিনিসের দোকানের পাশাপাশি থাকে মিষ্টির দোকানও। দোকানিরা হরেক রকম মিষ্টি নিয়ে বসেন তাঁদের দোকানে। এসব মিষ্টি দোকানে বসেই তৈরি হয়, দোকানেই বিক্রি হয়। মুজগুন্নী মেলার এসব ছবি গতকাল বৃহস্পতিবার রাতে তোলা।