মেলায় মিষ্টির সমাহার

ঈদের অন্যতম আকর্ষণ মেলা। খুলনার মুজগুন্নী মেলায় বিভিন্ন জিনিসের দোকানের পাশাপাশি থাকে মিষ্টির দোকানও। দোকানিরা হরেক রকম মিষ্টি নিয়ে বসেন তাঁদের দোকানে। এসব মিষ্টি দোকানে বসেই তৈরি হয়, দোকানেই বিক্রি হয়। মুজগুন্নী মেলার এসব ছবি গতকাল বৃহস্পতিবার রাতে তোলা।

নানা রকম মিষ্টি সাজিয়ে নিয়ে বসেছেন এক মিষ্টিদোকানি।
নানা রকম মিষ্টি সাজিয়ে নিয়ে বসেছেন এক মিষ্টিদোকানি।
দোকানেই মিষ্টি বানাতে ব্যস্ত এক কারিগর।
এ মিষ্টির নাম কমলাভোগ।
মেলায় বিক্রির জন্য প্রস্তুত কালোজাম।
বটফল মিষ্টি।
এই জিলাপির নাম ছানা জিলাপি।
কোলবালিশ মিষ্টি।
বিক্রির জন্য সাজিয়ে রাখা জর্দা।
দোকানের পেছনে চলছে মিষ্টি তৈরির কাজ।
কোলবালিশ মিষ্টির স্বাদ নিচ্ছেন একজন।