সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে আজ বুধবার দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ের কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।
বৃষ্টিতে ভিজে নিজের খুচরা বিক্রির দোকানের জন্য সবজি নিয়ে যাচ্ছেন এক নারীমাথায় পলিথিন দিয়ে বৃষ্টি থেকে রক্ষা পেতে চেষ্টা করছেন এক ব্যক্তি।বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছেন এক অভিভাবক। উভয়ের গায়ে রেইনকোট।ঝুম বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন কয়েকজন।বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথায় ফাইল ধরেছেন এক মোটরসাইকেল আরোহী। তীব্র বৃষ্টিতে একটি পিকআপ ভ্যানের ওপর ছাতা মাথায় এক ব্যক্তি।ভিজে স্কুল থেকে ফিরছে এক শিক্ষার্থী। বৃষ্টি থেকে বাঁচতে একটি পিকআপ ভ্যানের ওপর বসে মাথায় পলিথিন ধরেছেন একজন। বৃষ্টিতে ভিজে পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যের উদ্দেশে কয়েকজন শ্রমজীবী মানুষ। মুখসহ মাথায় পলিথিন দিয়ে রিকশা চালাচ্ছেন একজন।বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় বন্ধ দোকানের সামনে অপেক্ষা করছেন তাঁরা।