চট্টগ্রাম নগরের কর্ণফুলীর তীরে বাকলিয়া বাস্তুহারা এলাকার শুঁটকিপল্লি। প্রতিবছর নভেম্বর মাসে এখানে শুরু হয় মাছের শুঁটকি তৈরি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাচাগুলোয় শুকানো হয় নানা প্রজাতির মাছ। শুঁটকি তৈরি ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করেন নারী ও পুরুষ শ্রমিকেরা। এই শুঁটকিপল্লি থেকে বেশির ভাগ শুঁটকি বিক্রি হয় চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ পাইকারি বাজারে। পল্লির প্রতিটি মাচাংয়ে বছরে এক থেকে দেড় কোটি টাকার ব্যবসা হয়। বাকলিয়া বাস্তুহারা এলাকার শুঁটকিপল্লি নিয়ে এই ছবির গল্প।