যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলছে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সেখানে সমবেত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। এতে শহরটি যেন বিশ্বনেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন সময় স্থাপিত ঐতিহাসিক বেশ কিছু ভাস্কর্য। সেসব ভাস্কর্যের কয়েকটি নিয়েই ছবির এ গল্প।
ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তরে ছায়াঘেরা পরিবেশে শোভা পাচ্ছে ভাস্কর্য।জাতিসংঘের সচিবালয় ভবনের সামনে অবস্থিত এই ভাস্কর্যের নাম নন–ভায়োলেন্স বা অহিংস।ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য।দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার একটি ভাস্কর্য আছে জাতিসংঘের সদর দপ্তরে।জাতিসংঘের সদর দপ্তরের উত্তর অংশে রয়েছে ‘অ্যারাইভাল’ বা আগমন নামের একটি ভাস্কর্য। এটি আয়ারল্যান্ডের জনগণের পক্ষ থেকে জাতিসংঘকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।পৃথিবীর আদলে তৈরি গোলকের মতো এই ভাস্কর্য রয়েছে জাতিসংঘের সদর দপ্তরে।জাতিসংঘের সদর দপ্তরে থাকা এই ভাস্কর্য গ্রিসের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রাচীন এ ভাস্কর্য পাওয়া গিয়েছিল সমুদ্রের তলদেশে।জাতিসংঘের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯৯০ সালে ভাস্কর্যটি উপহার হিসেবে দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।