ধানমন্ডির সড়কে জলযট

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীতে। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে ধানমন্ডির ২৭ নম্বর এলাকা অন্যতম। সড়ক ডুবে যাওয়ায় দুর্ভোগে নগরবাসী। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিকল হয়ে পড়েছে বেশ কিছু যানবাহন। প্রায় কোমরসমান পানিতে চলছেন পথচারীরা।

ভ্যানে উঠে ডুবে যাওয়া সড়ক পার হতে হচ্ছে। পেছন থেকে ভ্যান ঠেলে পার করছেন দুই ব্যক্তি
ভ্যানে উঠে ডুবে যাওয়া সড়ক পার হতে হচ্ছে। পেছন থেকে ভ্যান ঠেলে পার করছেন দুই ব্যক্তি
বিকল হয়ে যাওয়া বাসের যাত্রী তুলে নেওয়া হয় পুলিশের ভ্যানে
বাস থেকে নামার সময় পানিতে পড়ে যায় এক শিশু
পানিতে পড়ে যাওয়া মোটরসাইকেল তুলছেন চালক
বৃষ্টির পানিতে ডুবে গেছে ফুটপাত
পুরো সড়কে পানি জমার কারণে থেমে আছে যাত্রীবাহী পরিবহনগুলো
প্রায় কোমরসমান পানিতে রিকশা করে পারাপার হচ্ছেন যাত্রীরা