বড় গরুর বিক্রি কম

মহাস্থান—উত্তরবঙ্গের অন্যতম বড় কোরবানির পশুর হাট। এবার এই হাটে বিক্রির জন্য বেশ কয়েকটি বড় আকারের শাহিওয়াল ও সিন্ধি জাতের গরু আনা হয়েছে। কিন্তু এসব গরুর ক্রেতার দেখা নেই। মহাস্থান হাট ঘুরে গতকাল বুধবার ছবিগুলো তোলা।

গরুটির নাম ‘বাহাদুর’। ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি। হাটে এনেছেন বগুড়া সদর উপজেলার রবিউল ইসলাম। দাম হেঁকেছেন ১০ লাখ টাকা।
গরুটির নাম ‘বাহাদুর’। ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি। হাটে এনেছেন বগুড়া সদর উপজেলার রবিউল ইসলাম। দাম হেঁকেছেন ১০ লাখ টাকা।
হাটে এখনো কোরবানির পশুর বেচাকেনা তেমন জমে ওঠেনি।
দেশি জাতের ছোট আকারের অনেক গরু হাটে আনা হয়েছে।
হাটে আনা গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন একজন।
পশুর হাটে গরমে হাঁসফাঁস অবস্থা। গরম থেকে বাঁচতে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্যান্ড ফ্যান।
প্রচণ্ড গরমের কারণে গরুর গা পানি দিয়ে মুছে দিচ্ছেন এক বিক্রেতা।
গরমে গরুকে হাতপাখা দিয়ে বাতাস করছেন বিক্রেতা।
হাটে দেশি গরু এসেছে অনেক। ক্রেতারা এসে দেখছেন। তবে বেচাকেনা বেশ কম।