চট্টগ্রামে ঐহিত্যবাহী জব্বারের বলীখেলার তিন দিনব্যাপী মেলার শেষ দিন ছিল গতকাল বুধবার। এ উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি এলাকায় বসেছিল নানা পণ্যের পসরা। স্টলে স্টলে ঘর সাজানোর নানা উপকরণসহ নানা তৈজসপত্র বিকিকিনিতে সরগরম ছিল পুরো এলাকা।
সৌরভ দাশচট্টগ্রাম
ঘর সাজানোর কৃত্রিম ফুল কিনতে ভিড় করছেন কয়েকজন।
বিজ্ঞাপন
বাঁশের নানা উপকরণ বিক্রি হচ্ছে স্টলে।
বিজ্ঞাপন
বিক্রির জন্য ডালায় সাজিয়ে রাখা হয়েছে নানা রকম মিষ্টি।ঘর সাজানোর পণ্য কিনছেন এক নারী।নানা রঙের বাহারি চুড়ি কিনছেন নারীরা।ঘরে আলোকসজ্জার নানা বাতি সাজিয়ে রাখা হয়েছে একটি স্টলে।মাটির বিভিন্ন পণ্য কিনতে ভিড় করেছেন। মেলায় বিকিকিনিতে মানুষের ভিড়।