বগুড়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আবাসিক হোস্টেলে এক দশক ধরে একটি কক্ষ দখল করে বসবাস করছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল কুমার ঘোষ। তাঁর নিপীড়নে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষের অপসারণ ও সজল ঘোষকে গ্রেপ্তার দাবিতে গত ২৯ আগস্ট থেকে কয়েক ঘণ্টার জন্য শহরের সাতমাথা-বনানী সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। সে ধারাবাহিকতায় আজ দুপুরেও সাতমাথা-বনানী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
অধ্যক্ষের কার্টুন এঁকে রাখা হয়েছে সড়কের ওপর।
সড়কে বেঞ্চ রেখে অবরোধ।
প্রশাসনের নীরবতার প্রতিবাদে ফেস্টুন।
বিক্ষোভ চলাকালে সড়কের মাঝে শিক্ষার্থীদের অবস্থান।
সড়ক অবরোধের কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ।
যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় অসুস্থদের।
হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে উঠতে হয় গাড়িতে।
সড়ক অবরোধের কারণে বয়স্কদেরও হেঁটে যেতে হয়।
যান চলাচল বন্ধ থাকায় ভারী মালামাল নিয়ে হেঁটে যেতে হয়।
আন্দোলনরত এক ছাত্র অসুস্থ হয়ে পড়েন।