ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাতের পর বর্ণাঢ্য আনন্দমিছিল বের হয়। মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যান্ডদলের বাদ্যবাজনার তালে তালে নেচে-গেয়ে হইহল্লোড় করে আনন্দমুখর পরিবেশে মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে। মিছিলের সামনে দুই সারিতে ছিল আটটি সুসজ্জিত ঘোড়া। আরও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি, মোগল ও সুলতানি আমলের ইতিহাস-সংবলিত ১০টি পাপেট শো। আনন্দমিছিল থেকে ‘ন্যায্য ঢাকা শহর’ গড়ার বার্তা দেওয়া হয়। ঈদ আনন্দমিছিল নিয়ে এই ছবির গল্প।