গরমে থেমে নেই শ্রমজীবী মানুষ

প্রখর রোদে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে থাকাই কঠিন। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এমন বিরূপ আবহাওয়ার মধ্যেই চট্টগ্রামের সদরঘাট এলাকায় অবস্থিত বিভিন্ন ঘাটে পণ্য খালাসের কাজ করছেন শ্রমিকেরা। তীব্র এই গরমে সবচেয়ে কষ্টে আছেন এই শ্রমজীবী মানুষেরা। প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে নাকাল হতে হচ্ছে তাঁদের। কাঠফাটা রোদে কাজ করার সময় ঘামে শরীর ভিজে একাকার। একটু পরপর সেই ঘাম মুছে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। ছবিগুলো শনিবার দুপুরে তোলা।

শরীরে ছাই আর ঘামের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন এক শ্রমিক।
শরীরে ছাই আর ঘামের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন এক শ্রমিক।
হাত, মাথা ও পিঠ—সবখানে লেগে আছে ছাই আর ঘাম।
ছাই থেকে রক্ষায় তীব্র গরমেও কোনো কোনো শ্রমিক পোশাক পরেছেন।
গরমে ভিজে গেছে জামা, কিন্তু থেমে নেই কাজ।
পিঠে বস্তা নিয়ে গন্তব্যে চলছেন এক শ্রমিক।
কাজ করতে করতে ক্লান্ত শ্রমিকের ঘাম মোছার চেষ্টা।
সারা শরীর থেকে ঘাম ঝরছে এক শ্রমিকের।
হুক দিয়ে ঘাম মোছার চেষ্টা করছেন এক শ্রমিক।
মুখজুড়ে জমে আছে ঘাম।