শ্রীপুর শাপলা হ্রদ

সবুজে মোড়ানো টিলার ভাঁজে স্বচ্ছ পানির হ্রদ। টলমলে পানিতে পাপড়ি মেলে আছে লাল শাপলা। সড়কের এক পাশে মেঘালয় পাহাড়, অন্য পাশে চা-বাগানের সুউচ্চ টিলা। শাপলা হ্রদের কোল থেকে দেখা মেলে সবুজ টিলা ও ভারতের খাসিয়া জৈন্তা পাহাড়। বুনো পরিবেশ আর শাপলার হ্রদে পাখির কিচিরমিচির যে কাউকে মুগ্ধ করবে। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা-বাগানের বিল এটি। চা-বাগানের টিলার ভাঁজে এই হ্রদে ফোটে লাল শাপলা। সিলেটের দর্শনীয় বিভিন্ন স্থানের পাশাপাশি শ্রীপুর শাপলা হ্রদে ঘুরে আসতে পারেন যে কেউ। সিলেট শহর থেকে ৪৩ কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়ক লাগোয়া জৈন্তাপুরের শ্রীপুরের শাপলা হ্রদের অবস্থান। শাপলা হ্রদে নৌকা নেই, পাড় ধরে হেঁটেই এর সৌন্দর্য উপভোগ করতে হবে।

স্বচ্ছ পানিতে শাপলার সৌন্দর্য ও টিলার প্রতিচ্ছবিতে মুগ্ধ হবেন যে কেউ।
স্বচ্ছ পানিতে শাপলার সৌন্দর্য ও টিলার প্রতিচ্ছবিতে মুগ্ধ হবেন যে কেউ।
শ্রীপুর চা-বাগানের টিলার ঢাল ধরে হেঁটে উপভোগ করা যায় শাপলা হ্রদের সৌন্দর্য।
ওপারে সবুজের সমারোহ। হ্রদে লাল শাপলার সৌন্দর্য।
সবুজ টিলার নিচে শাপলার গালিচা।
হ্রদে নামলে দেখা যাবে এমন সৌন্দর্য।
চা-বাগান ও শাপলার সৌন্দর্য মিলেমিশে একাকার।
ছোট-বড় টিলার নিচে হ্রদের অবস্থান।
শাপলা হ্রদের সৌন্দর্য ঠিক এমন।
চা-বাগানের কোলে শাপলা হ্রদ।
পাহাড়-টিলা, চা-বাগান আর শাপলার এমন সৌন্দর্য চোখে পড়ে এই হ্রদে।