বন্যার পানিতে তছনছ কারখানাটি

বন্যার পানিতে ফেনীর বিভিন্ন কারখানার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে কারখানার কাঁচামাল ও যন্ত্রাংশ। পানিতে ভিজে যাওয়া পণ্য শুকাতে ও মেশিন সারাতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। ফেনী জেলা সদরের কোয়ালিটি জুট মিলের ছবি।

শুকাতে দেওয়া হয়েছে পণ্য
শুকাতে দেওয়া হয়েছে পণ্য
পানি ঢুকে নষ্ট হয়ে গেছে এসব মেশিন
পাট শুকাতে দিচ্ছেন এক নারী শ্রমিক
বাঁশে শুকানো হচ্ছে পাট
মেশিনে জমে থাকা কাদা পরিষ্কার করছেন একজন
পানিতে নষ্ট হয়ে গেছে সুতা
নষ্ট হয়ে যাওয়া সুতা বাছাই করছেন একজন
মেশিন মেরামত করছেন একজন