তুরাগ নদে নৌকায় ঘুরলেন মাখোঁ

১৯ ঘণ্টার সফরে বাংলাদেশে এসে নৌকায় চড়ে রাজধানীর উপকণ্ঠের তুরাগ নদ ঘুরে দেখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ সোমবার দুপুরে তুরাগ নদের ঘাটে গিয়ে স্থানীয়  লোকজনের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের তুরাগ নদ ভ্রমণ নিয়ে এই ছবির গল্প তৈরি করা হয়েছে।

ইঞ্জিনচালিত নৌকায় তুরাগ নদ ঘোরার আগে মাঝির সঙ্গে হাত মেলান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ১১ সেপ্টেম্বর, ঢাকা
ছবি: এএফপি
নৌকায় চড়ে তুরাগ নদে ঘুরতে ঘাঁটে পৌঁছালে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উদ্দেশে চা–শিঙাড়া এগিয়ে দেন স্থানীয় একজন দোকানি
সিঁড়ি বেয়ে ইঞ্জিনচালিত নৌকায় উঠছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
নৌকায় চড়তে সিঁড়ি দিয়ে তুরাগ নদের ঘাটে নামছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
স্থানীয় ও একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের সঙ্গে সেলফি তুলছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ