বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি

আজ চৈত্রসংক্রান্তি। কাল পয়লা বৈশাখ। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন বরণ করে নিতে রাজধানীর রমনার বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা ঠিক রাখতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য ছায়ানটের শেষ মুহূর্তের প্রস্তুতি।
ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা।
রং-তুলিতে রাঙিয়ে তোলা চারুকলার দেয়ালের সামনে ছবি তুলছেন অনেকে।
মঙ্গল শোভাযাত্রার জন্য প্রতিকৃতি তৈরির কাজ প্রায় শেষ।
প্রতিকৃতিতে শেষ মুহূর্তের কাজ করছেন চারুকলার শিক্ষার্থীরা।
শেষ মুহূর্তে রংবেরঙের মুখোশ গোছাচ্ছেন চারুকলার এক শিক্ষার্থী।
প্যাঁচার মুখ রাঙাতে ব্যস্ত এক শিল্পী
বর্ষবরণ উপলক্ষে চারুকলায় মঞ্চ তৈরির কাজ চলছে।
রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠান সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।