ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি বেড়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ অনেক নিম্নাঞ্চলে বন্যা হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নদীতীরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভুক্তভোগীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ছবিগুলো শুক্রবার তোলা।