ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি বেড়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ অনেক নিম্নাঞ্চলে বন্যা হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নদীতীরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভুক্তভোগীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ছবিগুলো শুক্রবার তোলা।
কুড়িগ্রামে বন্যায় তলিয়ে গেছে বসতবাড়ি। প্রথম আলো চর, ঘোগাদহ, কুড়িগ্রাম।সুনামগঞ্জে বন্যায় প্লাবিত বাড়িতে বসবাস করছে একটি পরিবার। হাওরপারের নীলপুর, কান্দাহাটি, সুনামগঞ্জআলোর পাঠশালায় আশ্রয় নেওয়া বন্যাকবলিত পরিবার। প্রথম আলো চর, ঘোগাদহ, কুড়িগ্রামরেললাইন ও আঞ্চলিক মহাসড়কের মাঝখানে গ্রামীণ সড়কের কিছু জায়গা বন্যার পানিতে ডুবে আছে। হাঁটুসমান পানি দিয়ে মহাসড়কে উঠছেন এক বৃদ্ধ। নূরপুর গেট, কুলাউড়া, মৌলভীবাজারবন্যাকবলিত মৌলভীবাজারের গগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বড়লেখা, মৌলভীবাজারসুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। হাওরপারের নীলপুর, কান্দাহাটি, সুনামগঞ্জব্রহ্মপুত্র ও গঙ্গাধর নদের পানি বেড়ে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। চর কাপনা, নাগেশ্বরী, কুড়িগ্রামবন্যায় ঘরবাড়ি ডুবে গেছে। বিধ্বস্ত ঘরের চাল নৌকায় নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন মানুষ। খারজানি, কামারজানি, গাইবান্ধা