‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’—প্রতিপাদ্যে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলা মাঠে বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা শুরু হয়েছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রাণীর ‘র্যাম্প শো’। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণীর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দিনেই মেলা ছিল জমজমাট।