গাজর চাষে লাভবান কৃষক

বগুড়ায় বাড়ছে গাজর চাষ। আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। জেলার গাবতলী উপজেলার তিনটি গ্রাম চকক্যাতুলী, মধ্যেক্যাতুলী, পাঁচক্যাতলীসহ সদরের কয়েকটি গ্রামে বেশি আবাদ হচ্ছে এ সবজির। এখন গাজর তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। খেতে প্রতিমণ গাজর বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। এসব গাজর রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

খেত থেকে তোলার পর পরিষ্কার করে রাখা গাজরের স্তূপ
গাজর তুলছেন এক কৃষক
খেত থেকে তোলার পর কাটা হচ্ছে গাজরের পাতা
চাকু দিয়ে এভাবে কেটে ফেলা হয় গাজরের পাতা
নারী শ্রমিকেরাও কাজ করেন গাজরখেতে
পাতা কাটার পর বস্তায় ভরে রাখা গাজর
গাজরের পাতা গবাদিপশুর খাদ্য। কাটা পাতা গরু-ছাগলের জন্য নেন অনেক গৃহস্থ নারী
ধোয়ার জন্য বস্তা থেকে ঢালা হচ্ছে গাজর
এভাবে ধাপে ধাপে পানি দিয়ে কাদামুক্ত করা হয় গাজর
ধোয়া শেষে এভাবে স্তূপ করা হয় গাজর
বিক্রির জন্য বস্তায় ভরে রাখা গাজর
গাড়িতে গাজরের বস্তা তুলছেন শ্রমিকেরা