সংসদ সদস্য আনোয়ারুলের লাশের খোঁজে খালে ডুবুরিরা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের লাশের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর লাশ খুঁজতে গতকাল শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরের কেষ্টপুর এলাকায় খালে অভিযান চালায় ডুবুরি দল।

আনোয়ারুল আজীমের লাশের খোঁজে কেষ্টপুরের এই খালে অভিযান চালানো হয়।
আনোয়ারুল আজীমের লাশের খোঁজে কেষ্টপুরের এই খালে অভিযান চালানো হয়।
ডুবুরিরা খালে নেমেছেন আনোয়ারুল আজীমের মরদেহের খোঁজে।
ডুবুরিদের অভিযানের সময় খালের পাশে অপেক্ষা পুলিশ কর্মকর্তাসহ অন্যদের।
আনোয়ারুল আজীমের মরদেহের খোঁজে খালে এক ডুবুরি।
খালের পাশে পুলিশ কর্মকর্তাদের অপেক্ষা।
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় কেষ্টপুর খালে ডুবুরি দল।
আনোয়ারুল আজীমের লাশের খোঁজে পুলিশ কর্মকর্তারা কেষ্টপুর এলাকায় এলে সাধারণ মানুষের ভিড় জমে যায়।