ট্রেনে আগুন: নিখোঁজ স্বজনের সন্ধান, আহাজারি

রাজধানীর গোপীবাগে গতকাল শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে হাসপাতালে ভিড় করছেন স্বজনেরা। ছবিগুলো গোপীবাগ, কমলাপুর রেলস্টেশন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা।

গতকাল রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়
ছবি: দীপু মালাকার
ট্রেনে আগুন দেওয়ার ঘটনার পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার পর প্রিয়জনকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক স্বজন
গোপীবাগে প্রিয়জনের মরদেহ শনাক্ত করার পর স্বজনের আহাজারি
নিখোঁজ স্বজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খুঁজতে এসে দুই স্বজনের কান্না
কমলাপুর রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া বগি দেখছেন
আগুনে পুড়ে গেছে ট্রেনের পুরো বগি
পুড়ে যাওয়া বগিতে হয়তো কোনো শিশু ছিল। সঙ্গে থাকা বই পুড়ে গেছে। পড়ে আছে বইয়ের পোড়া পাতা। কিন্তু শিশুটির ভাগ্যে কী ঘটেছে, তা অজানা রয়ে গেছে
কমলাপুর রেলস্টেশনে আজ বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান