ঈদ সামনে রেখে প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনতে ভিড় পড়ে যায় রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকায়। আশপাশে কয়েকটি বিপণিবিতান হওয়ায় পুরো এলাকায় যানজট তৈরি হয়। রীতিমতো হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায় অনেককে। তবুও শেষমেশ স্বস্তিতে পোশাক নিয়ে বাড়ি ফিরতে পারেন অনেকেই। ছবিগুলো আজ শুক্রবার বেলা তিনটা থেকে চারটার মধ্যে তোলা।