নিউমার্কেট এলাকায় ঈদের কেনাকাটা

ঈদ সামনে রেখে প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনতে ভিড় পড়ে যায় রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকায়। আশপাশে কয়েকটি বিপণিবিতান হওয়ায় পুরো এলাকায় যানজট তৈরি হয়। রীতিমতো হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায় অনেককে। তবুও শেষমেশ স্বস্তিতে পোশাক নিয়ে বাড়ি ফিরতে পারেন অনেকেই। ছবিগুলো আজ শুক্রবার বেলা তিনটা থেকে চারটার মধ্যে তোলা।

পাঞ্জাবি পছন্দ করার চেষ্টা করছেন দুজন।
পাঞ্জাবি পছন্দ করার চেষ্টা করছেন দুজন।
ছোটদের পোশাকের দোকানে উপচে পড়া ভিড়।
ছোটদের পোশাকের দোকানে উপচে পড়া ভিড়।
নিউমার্কেটের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই।
নিউমার্কেটের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই।
নিউমার্কেট থেকে পণ্য নিয়ে বের হচ্ছেন কেউ কেউ। কেউ আবার সবেমাত্র মার্কেটে প্রবেশ করছেন।
গাউছিয়া মার্কেটের সামনের সড়কে ক্রেতার ভিড়ে গাড়ি চলছে ধীরে।
গাউছিয়া মার্কেট ও চাঁদনী চকে কেনাকাটা শেষে বেরিয়ে যানবাহন খুঁজছেন তাঁরা।
পাখির চোখে পুরো এলাকা।
মার্কেট থেকে কেনা পোশাকের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে একটি পরিবার।