প্রকৃতিতে এখন হেমন্তকাল। ঋতুবদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতিও। ভিন্ন ভিন্ন সময়ে নিজের মতো করে রূপ ধারণ করে প্রকৃতি। কুয়াশামাখা পথঘাট আর পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় ধুলামাখা মেঠো পথ রাঙিয়ে দেয় হেমন্ত। হাওরপারে হেমন্তের বিকেলে আরও সুন্দর। হেমন্তের পড়ন্ত বিকেল প্রকৃতি সেজেছে নিজের রূপে। ছবিগুলো সিলেট সদরের বিভিন্ন এলাকা থেকে তোলা।