ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট: ঢাকা পর্ব (তৃতীয় দিনের খেলা)

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা অঞ্চলের তৃতীয় দিনের খেলা হয়েছে শুক্রবার। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর। শুক্রবারের ম্যাচগুলোর বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই ছবির গল্প।

দিনের প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ২-০ গোলে হারিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটিকে।
দিনের প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ২-০ গোলে হারিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটিকে।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বনাম সাউথইস্ট ইউনিভার্সিটির মধ্যকার খেলার একটি মুহূর্ত।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির হয়ে খেলেছেন বিদেশি খেলোয়াড়।
জয়ের পরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি দলের খেলোয়াড়দের উল্লাস।
দিনের দ্বিতীয় ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি ৫-২ গোলে হারায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে।
ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি বনাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ম্যাচের একটি মুহূর্ত।
গোল করার পরে ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উল্লাস।
ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির খেলার সময় সমর্থকদের উল্লাস।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এক খেলোয়াড় আহত হলে সহায়তায় এগিয়ে আসেন ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির খেলোয়াড়েরা।
দিনের শেষ খেলায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬-০ গোলে জয়লাভ করে।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম স্টেট ইউনিভার্সিটির মধ্যকার খেলার একটি মুহূর্ত।
গোল করার পর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উল্লাস।
দুই জয়ে ঢাকা অঞ্চলের প্রথম দল হিসেবে ‘ই’ গ্রুপের ফাইনালে উঠেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।