বগুড়ার করতোয়া নদীর তীরে চাষীবাজারে কলার আড়ত বসে। সাত সকালেই ক্রেতা–বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে ওঠে আড়ত। কৃষকেরা নানা জাতের কলা বিক্রি করতে এখানে নিয়ে আসেন। সবরি, চাঁপা, সাগর ও বিচি কলা বিক্রি হয় বেশি। থরে থরে সাজানো হলুদ রঙের পাকা কলা নজর কাড়ে ক্রেতাদের। বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই আড়তে কলা কিনতে আসেন। পাইকারি দামে কলা কিনে হাটবাজার ও শহরের বিভিন্ন সড়কে বিক্রি করেন।