কদম ফুলে শিশুর আনন্দ

বৃষ্টি হোক আর না–ই হোক, এটা শ্রাবণ মাস। বর্ষায় একদল শিশু কদম ফুল নিয়ে আনন্দে মেতেছে। গতকাল সোমবার খুলনার গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ থেকে ছবিগুলো তোলা।

কদম ফুল পাড়তে গাছে উঠেছে শিশুরা।
কদম ফুল পাড়তে গাছে উঠেছে শিশুরা।
মাঠে জমেছে বৃষ্টির পানি। তাতে পড়েছে গাছ থেকে পাড়া কদম ফুল
কদম ফুল পাড়ার হিড়িক পড়েছে।
কদম ফুল হাতে খুশি শিশুরা
একসঙ্গে এত কদম দেখে শিশুদের আনন্দ
কদম ফুল কার?
কদমের ঘ্রাণ আর শ্রাবণের বর্ষায় শিশুটির উচ্ছ্বাস
মাঠে জমা পানিতে কদম ফুল নিয়ে ছোটাছুটি।
জমে থাকা পানিতে শিশুর খেলা
ঘরে ফেরার পালা