পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)–এর শোভাযাত্রা

অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রোববার সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) একটি বিশেষ মর্যাদার দিন। পবিত্র দিনটি উদ্‌যাপন উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জশনে জুলুস বের করা হচ্ছে।

ঈদে মিলাদুন্নবী (সা.)–এর শোভাযাত্রা। ঢাকা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ইসলামি সংগঠন নগরে শোভাযাত্রা বের করে। রংপুর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়ার উদ্যোগে শোভাযাত্রা বের হয়। গোয়ালন্দ, রাজবাড়ী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় বড়দের পাশাপাশি অংশ নেয় শিশুরাও। চট্টগ্রাম
শোভাযাত্রায় অংশ নিতে বিভিন্ন পরিবহনে করে সকাল থেকে জড়ো হতে থাকেন মানুষ। চট্টগ্রাম
বিতরণ করা হয় পানি ও খাবার। চট্টগ্রাম
শোভাযাত্রার সামনের দিকে পতাকা হাতে অংশগ্রহণকারীরা। চট্টগ্রাম
জশনে জুলুসে আসা লোকজনের উদ্দেশে হাত দেখাচ্ছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। চট্টগ্রাম
সিএনজিচালিত অটোরিকশা সাজিয়ে এসেছেন অনেকে। চট্টগ্রাম
জুলুসে অংশ নেন হাজারো মানুষ। চট্টগ্রাম