মঞ্চে ঘোষণার সঙ্গে সঙ্গে একযোগে মাথার কালো টুপি আকাশে ছুড়ে মারলেন প্রায় সাড়ে ৩০০ গ্র্যাজুয়েট। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) থেকে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে তাঁরা স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ, ইয়েমেন, আফগানিস্তান, মিয়ানমারসহ ১৮টি দেশের শিক্ষার্থী রয়েছেন। বুধবার সকালে নগরের বায়েজিদ আরেফিন নগরে এইউডব্লিউর স্থায়ী ক্যাম্পাসে।