চলনবিল উত্তরাঞ্চলের অন্যতম বড় বিল। সেখানকার মৎসশিকারীরা বিল থেকে শিং, কই, শোল, টাকিসহ দেশি প্রজাতির নানা মাছ শিকার করেন। চলনবিলের মাছ নিয়ে এই ছবির গল্প।
সোয়েল রানা বগুড়া
বিলের পাশে বসে মাছ পাহারা দিচ্ছেন একজন।
বিজ্ঞাপন
জালে ধরা পড়েছে দেশি প্রজাতির নানা রকমের মাছ।
বিজ্ঞাপন
ধরা পড়েছে টাকি মাছও।নানা প্রজাতির মাছ থেকে কই মাছগুলো আলাদা করে বেছে নেওয়া হয়েছে।চলন বিলের শোল মাছ।বিভিন্ন প্রজাতির মাছ ধরার পর হাঁড়িতে রাখা হয়েছিল। সেখান থেকে বাছাইয়ের জন্য মাছগুলোকে প্লাস্টিকের ক্যারেটে ঢালা হচ্ছে।জালে আটকা পড়া মাছগুলো বিক্রির জন্য আড়তে নিয়ে যাওয়া হয়।চলনবিলে জালে ধরা পড়া আরও কিছু দেশি প্রজাতির মাছ।